
সোমবার (২৭ জুলাই) ছাগলনাইয়া উপজেলাধীন মহামায়া ইউপির ঐতিহ্যবাহী চাঁদগাজী হাইস্কুল এন্ড কলেজ মাঠে কোরবানির পশুরহাট পরিদর্শনে করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া তাহের। সকাল থেকেই চাঁদগাজী হাইস্কুল এন্ড কলেজ মাঠ সহ আশপাশে প্রচুর পরিমান গরু, ছাগল ও মহিষ নিয়ে উপস্থিত হন বিক্রেতারা। অন্যদিকে কোরবানের দিনক্ষণ ঘনিয়ে আসাতে ক্রেতা সাধারণের উপস্থিতিও ছিলো দৃশ্যমান। কোরবানির পশুর হাটে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার যে পরিপত্র জারি করা হয়েছে তা পুরোপুরি দেখা মিলেনি চাঁদগাজী হাইস্কুল এন্ড কলেজ মাঠে। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে ছিলোনা মাস্ক। দুপুরে বাজার পরিদর্শনে গিয়ে মুখে মাস্ক না পরার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কয়েকজন ক্রেতা-বিক্রেতার নিকট থেকে অর্থদন্ড আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয় তাহের। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে বাজার পরিচালনা করার জন্য হাট ইজারাদারসহ ক্রেতা-বিক্রেতাদের প্রতি আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ।
Please follow and like us: