নজরুল ইসলাম চৌধুরীঃ- পঞ্চম শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীরা যখন একটি অনুষ্ঠানের উদ্যোক্তা, পৃষ্ঠপোষক, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থাপক হয় তখন বিষয়টি সবার নজরে পড়ারই কথা। এমনই একটি চমকপ্রদ অনুষ্ঠানের আয়োজন করেছে ছাগলনাইয়া প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির তিনজন শিশু শিক্ষার্থী। তারা নিজেরাই আয়োজক ও পৃষ্ঠপোষক আবার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থাপকও তারা। বুধবার (১৮ এপ্রিল) সকালে ছাগলনাইয়া প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্কুলটির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ১ম কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম। ৫ম শ্রেণির ছাত্রী ফারিয়া আফরিনের উপস্থাপনায় ও একই শ্রেণির ছাত্র এ প্রতিযোগিতার উদ্যোক্তা আবদুল্লাহ আল জিহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, পঞ্চম শ্রেণির ছাত্র ও এ কুইজ প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ফাহিম মুনতাসির নুহাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চম শ্রেণির ছাত্র ও প্রতিযোগিতার উদ্যোক্তা শাহরিয়া হোসেন শাওন এবং সানজিদা হক। এসময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রি-ক্যাডেট স্কুলের সাবেক চেয়ারম্যান সাংবাদিক কামরুল হাসান লিটন, প্রি- কেডেট স্কুলের অধ্যক্ষ খন্দকার আব্দুস সালাম, আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, দৈনিক তৃতীয় মাত্রা ও নয়াআলো ডটকমের ছাগলনাইয়া প্রতিনিধি নজরুল ইসলাম চৌধুরী। এতে ছাগলনাইয়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন, আবদুল মোতালেব, পলি রাণী মজুমদার, খালেদা আক্তার, বিবি খাদিজা, নাহিদা আক্তার, তারেক মাহমুদ, আবদুল্লাহ আল জাবেদ, উম্মে কুলছুম, আকলিমা আক্তার, বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। এসময় কুইজ প্রতিযোগিতার ৫ জন বিজয়ীর হাতে অতিথিরা পুরস্কার তুলেদেন।