
নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যাকয়ের আয়োজনে বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কৃমি সপ্তাহের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন জাহাঙ্গীর, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহি উদ্দিন, ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সাংবাদিক মোঃ শেখ কামাল, আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ প্রমুখ।