নজরুল ইসলাম চৌধুরীঃ
“দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ছাগলনাইয়ায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি দিবস ২০১৯ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসন’র আয়োজনে রবিবার (১০ মার্চ) বিকাল ৪ টায় র্যালী শেষে ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আফতাবুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন, ফেনী জেলা ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টাফ অফিসার জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, উপজেলা উপ সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কালাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চলনা করেন ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সফিকুর রহমান। এসময় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শেষে ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা দুর্যোগ মোকাবিলায় করণীয় কার্যাদি প্রদর্শন করেন।
Please follow and like us: