নজরুল ইসলাম চৌধুরীঃ
“মেধাই সম্পদ,বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এ স্লোগানকে সামনে রেখে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স আঙ্গিনায় ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড়ের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ’র উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, সহকারী কমিশনার (ভুমি) কাজী মোঃ মহসীন উজ্জ্বল প্রমুখ। মেলায় বিভিন্ন স্কুল, কলেজসহ মোট ১৬ টি স্টলের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।