নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ- রবিবার (১১ মার্চ) বিকেলে ছাগলনাইয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, সহকারী শিক্ষা অফিসার আবদুল গনি ও মোঃ শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ শেখ কামাল, আবদুল আউয়াল চৌধুরী, প্রধান শিক্ষক জাকির হোসেন, সামছুল আরিফ খন্দকার কাঞ্চন প্রমুখ।