নজরুল ইসলাম চৌধুরীঃ
“স্বাস্থ্য সেবার অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন করা হয়। ১৬-২০ এপ্রিল এ স্বাস্থ্য সেবা সপ্তাহের কার্যক্রম চলবে। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মাহফুজুর রহমানের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ইকবাল হোসেল ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এম এম মুর্শেদ পিপিএম। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জহিরুল হুদা, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি শিরীন আখতার এমপি তার বক্তব্যে বলেন, মানুষের সেবা করতে হলে সেবা করার মতো মনমাসিকতা ডাক্তারদের থাকতে হবে। জনগণের জন্য সরকার যে সকল সেবা সমুহ দিচ্ছে তা জনগণকে জানাতে হবে। তিনি আরো বলেন, সেবা দেয়ার আগে প্রত্যেক পেশার লোকজনকে মনে রাখতে হবে যে, আগে নিজে ভালো হতে হবে। এসময় বিশেষ অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী বলেন, সোনার বাংলা গড়তে হলে এদেশের সকল নাগরিককে সুস্থ্য রাখতে হবে তবেই তাদের মাধ্যমে সোনার বাংলা গড়া সম্ভব হবে। সোহেল চৌধুরী উপস্থিত ডাক্তারদের উদ্দেশ্য করে বলেন, ছাগলনাইয়ার প্রত্যন্ত অঞ্চলের নাগরিককে আপনারা যতœসহকারে স্বাস্থ্য সেবা দিবেন। নাগরিকদের স্বাস্থ্য সেবায় কোনো ত্রুটির অভিযোগ পেলেই আমরা আইনগত ব্যবস্থা নিবো ।