নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া উপজেলার ৬ নং পাঠাননগর ইউপির পশ্চিম পাঠানগড় এলাকা হতে জাল ডলার তৈরীর জিনিস পত্রসহ একজন নাইজেরিয়ার নাগরিককে গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানার পুলিশ। পুলিশ জানায়, তার নিকট একটি ষ্টিলের বাক্স পাওয়াগেছে যার ভেতরে পলিথিন মোড়ানো ২৫ টি কাগজের বান্ডিল, ১ টি ছোট প্লাস্টিকের বোতলে তরল পদার্থ এবং কিছু সাদা পাউডার ও ইংরেজিতে লিখা ইউএস ডলার বানানোর ম্যানুয়েল পাওয়াগেছে। নাইজেরিয়ার এই নাগরিকের নাম সাবিনুসি ছাইনিডু (৪০) পিতার নাম কেমাকোলাম। ছাগলনাইয়া থানা সুত্রে জানাগেছে, গ্রেফতারকৃত নাইজেরিয়ার এই নাগরিকের বিরুদ্ধে পাঠাননগর ইউপির পশ্চিম পাঠানগড় এলাকার জালাল উদ্দিন আহাম্মদ একটি অভিযোগ দায়ের করেন। এজহারে উল্লেখ করা হয়, dwi puji lestari নামক একটি ফেসবুক আইডির সাথে জালাল উদ্দিনের বন্ধুত্ব হয়। আইডিটি যে চালায় সে বর্তমানে লন্ডনে কর্মরত। তার স্বামী আমেরিকায় বসবাসরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার স্বামীর লন্ডনে অনেক সম্পত্তি রয়েছে। ঐ ফেসবুক আইডি থেকে জালাল উদ্দিনকে এসএমএস পাঠিয়ে বলে, তার নিকট কিছু ইউএস ডলার আছে যা দিয়ে সে বাংলাদেশে এসে জালাল উদ্দিনকে পার্টনার রেখে ব্যবসা করতে চায়। হঠাৎ একদিন এসএমএসে বার্তা পাঠিয়ে বলে, ডিপ্লেমেটিক চ্যানেলে একটি পার্সেল পাঠাবে নাইজেরিয়ান এক নাগরিকের মাধ্যমে। গত ৩ ফেব্রুয়ারি লন্ডন থেকে সেই পার্সেলটি পাঠায় যা ৫ ফেব্রুয়ারি দুবাই হয়ে বাংলাদেশে আসে এবং বাংলাদেশে আসার পর অভিযোগকারী জালাল উদ্দিনকে এসএমএস দিয়ে বলে, ৩২ লাখ ইউএস পাঠিয়েছে। এসএমএসে আরো বলা হয়, পার্সেলটি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ছাড় করার জন্য কিছু টাকা লাগবে। নাইজেরিয়ান নাগরিক সাবিনুসি জালাল উদ্দিনকে এসএমএসের মাধ্যমে তিনটি ব্যাংক একাউন্ট নাম্বার দেয়। জালাল উদ্দিন এসএমএস অনুযায়ী ৫ লাখ ৩৫ হাজার ৬’শ টাকা পাঠিয়েছে বলে এজহারে উল্লেখ করেন। পরে শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার সময় থানায় অভিযোগকারী জালাল উদ্দিনের পাঠানগড়স্থ বাড়ীতে নাইজেরিয়ার নাগরিক সাবিনুসি ছাইনিডু পৌছলে ছাগলনাইয়া থানার পুলিশকে জানানো হলে পুলিশ উল্লিখিত আসবাব পত্রসহ তাকে গ্রেফতার করে। ছাগলনাইয়া থানার ওসি এমএম মোর্শেদ পিপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নাইজেরিয়ান এই নাগরিকের বিরুদ্ধে ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।