শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বাঁড়ানো, বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের উপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার ও শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ফেনী জেলা জাসদ ছাত্রলীগের উদ্যোগে ছাগলনাইয়ায় মানববন্ধনের আয়োজন করা হয়। জাসদ ছাত্রলীগ ফেনী জেলা শাখার সভাপতি মিরাজ উদ্দিন হৃদয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা জাসদের সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, পরশুরাম উপজেলা জাসদের সভাপতি মোশারফ হোসেন, ছাগলনাইয়া উপজেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্যাহ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ রিপন, পৌর জাসদের অর্থ সম্পাদক জয়নাল আবদীন মিয়াজী, উপজেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জাবেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ। মঙ্গলবার (৮ জুন) বিকেলে ছাগলনাইয়া পৌর শহরের শূন্য রেখায় অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলা জাসদ ও বিভিন্ন উপজেলা থেকে আগত দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।