
নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ২০১৭ সালে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার বৃত্তি প্রাপ্তির দিক থেকে ছাগলনাইয়া উপজেলায় ছাগলাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম হয়েছে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ। বুধবার (১১ এপ্রিল) এ ফলাফল ঘোষণা করা হয়। ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জন ছাত্রী টেলেন্টপুল ও ৫ জন ছাত্রী সাধারণ বিভাগে বৃত্তি লাভ করে উপজেলায় প্রথম স্থান অর্জন করে। এছাড়া ছাগলন্ইায়া একাডেমী স্কুল থেকে ৯ জন সাধারণে, ছাগলনাইয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে টেলেন্টপুলে ১ জন ও সাধারণে ৬ জন, বাথানিয়া দুলুমা আজিম উচ্চ বিদ্যালয় থেকে টেলেন্টপুলে ১ জন ও সাধারণে ৩ জন, দক্ষিণ বল্লভপুর স্কুল এন্ড কলেজ থেকে টেলেন্টপুলে ১ জন ও সাধারণে ২ জন, কাশীপুর উচ্চ বিদ্যালয় থেকে টেলেন্টপুলে ১ জন, জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয় থেকে সাধারণে ১ জন, মধুগ্রাম বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে সাধারণে ১ জন, উত্তর কুহুমা উচ্চ বিদ্যালয় থেকে সাধারণে ১ জন, করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, হাবিব উল্লাহ খাঁন উচ্চ বিদ্যালয় থেকে সাধারণে ১ জন সহ উপজেলায় মোট ৩৭ জন শিক্ষার্থী টেলেন্টপুলে ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।