নজরুল ইসলাম চৌধুরীঃ
নজরুল ইসলাম চৌধুরীঃ ফেনী জেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সার্বিক সহযোগিতায় ছাগলনাইয়ার পাঠাননগরস্থ ফেনী জেলা প্রতিবন্ধী কমপ্লেক্সে (বিদ্যালয়) অভিভাবক সমাবেশ ও বিনামূল্যে ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বুধবার (৬ নভেম্বর) অনুষ্ঠেয় অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী প্রমুখ।