
কোভিড-১৯ টিকাদান কর্মসূচির শুরুতে ছাগলনাইয়ায় টিকা গ্রহনকারীদের আগ্রহ কম থাকলেও দিন দিন আগ্রহীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমাচ্ছেন। টিকাদান কর্মসূচির ১২ তম দিনে শনিবার (২০ ফেব্রুয়ারি) ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরের বাবা, মা, স্বামী ও ছোট বোনসহ পরিবারের চার সদস্য, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও তার স্ত্রীসহ ৩’শ ৩৬ জন টিকা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানার জানান, ছাগলনাইয়ায় করোনা ভ্যাকসিন গ্রহনে মানুষের ভিড় বাড়ছে।
১২ দিনে মোট ভ্যাকসিন গ্রহন করেছ ২ হাজার ২’শ ৭৬ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৫’শ ২৩ জন।