নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন’র আয়োজনে ছাগলনাইয়ায় তথ্য আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ২ টায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ হলরুমে এ সভার কার্যক্রম সম্পন্ন হয়। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তথ্য কমিশনের তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক সুজন চৌধুরী, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এমএম মুর্শেদ পিপিএম, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী। এসময় ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী সহ সংবাদিক বৃন্দ, ছাগলনাইয়া উপজেলাধীন ইউপি চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, সরকারী কর্মকর্তা বৃন্দ, পৌর কাউন্সিলর ও ইউপি মেম্বারবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us: