
জরুল ইসলাম চৌধুরীঃ
অসহনীয় গরমে দিশেহারা মানুষের পাশে পানি নিয়ে দাঁড়ালো ছাগলনাইয়া ব্লাড ডোনেট ফাউন্ডেশন। তীব্র তাপা দাহের কারনে ছাগলনাইয়া ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে সর্ব সাধারণের জন্য বিশুদ্ধ শীতল পানির ব্যবস্থা করা হয়। ছাগলনাইয়া পৌর শহরের বিভিন্ন পয়েন্টে এ সংগঠনের সদস্য ও উপদেষ্টা বৃন্দ বুধবার (২৪ মে) সকাল থেকে পথচারী লোকদের স্যালাইনযুক্ত বিশুদ্ধ শীতল পানি পান করায়। এ মহতী উদ্যোগে উপস্থিত ছিলো ছাগলনাইয়া ব্লাড ডোনেট ফাউন্ডেশের সভাপতি জিয়াউল হক বাবলু, উপদেষ্টা নুর হোসেন মজুমদার, আরিফ হোসনসহ সংগঠনের সদস্যবৃন্দ। তাদের এ মহতী উদ্যোগকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছে।
Please follow and like us: