২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় তুচ্ছ ঘটনায় দুই সহোদরকে পিটিয়ে জখমের ঘটনায় থানায় অভিযোগ

এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২১, ২০:৪১ | 1213 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌর এলাকার বাঁশপাড়া গ্রামের ফকির আহাম্মদের ছেলে জাফর আহাম্মদ (৪৫) ও মোঃ হানিফকে  (২৫) একই বাড়ীর মোঃ হাসান (২৫), রফিকুল ইসলাম (২৫), শহিদ উল্লাহ (৪৭), মজিবুল হক (২০) মোঃ জিয়াউল হক (১৮), মোঃ রাশেদসহ (২৫) অজ্ঞাত কয়েকজন একত্রিত হয়ে লাঠি ও লোহার রড় দ্বারা আঘাত করে গুরুতর আহত করেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।  রবিবার (১৪ মার্চ) বেলা ২ ঘটিকার সময় বাঁশপাড়া ছদরকারী বাড়ীতে এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
মামলার লিখিত অভিযোগে বাদি মোঃ হানিফ উল্লেখ করেন, ১৪ মার্চ দুপুরে বিবাদীরা পুর্ব পরিকল্পিতভাবে লাঠি, লোহার রড়, দা, ছেনি নিয়া আমাদের বসত ঘরের সামনে এসে আমার ও বড় ভাই জাফর আহাম্মদের উপর আক্রমন করে। এতে বড় ভাই জাফর আহাম্মদ ও মোঃ হানিফ গুরুতর আহত হয়েছে বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET