ছাগলনাইয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌর এলাকার বাঁশপাড়া গ্রামের ফকির আহাম্মদের ছেলে জাফর আহাম্মদ (৪৫) ও মোঃ হানিফকে (২৫) একই বাড়ীর মোঃ হাসান (২৫), রফিকুল ইসলাম (২৫), শহিদ উল্লাহ (৪৭), মজিবুল হক (২০) মোঃ জিয়াউল হক (১৮), মোঃ রাশেদসহ (২৫) অজ্ঞাত কয়েকজন একত্রিত হয়ে লাঠি ও লোহার রড় দ্বারা আঘাত করে গুরুতর আহত করেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। রবিবার (১৪ মার্চ) বেলা ২ ঘটিকার সময় বাঁশপাড়া ছদরকারী বাড়ীতে এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
মামলার লিখিত অভিযোগে বাদি মোঃ হানিফ উল্লেখ করেন, ১৪ মার্চ দুপুরে বিবাদীরা পুর্ব পরিকল্পিতভাবে লাঠি, লোহার রড়, দা, ছেনি নিয়া আমাদের বসত ঘরের সামনে এসে আমার ও বড় ভাই জাফর আহাম্মদের উপর আক্রমন করে। এতে বড় ভাই জাফর আহাম্মদ ও মোঃ হানিফ গুরুতর আহত হয়েছে বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।