
ছাগলনাইয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ঈদ উপহার স্বরূপ ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। শুক্রবার (৯ জুলাই) বিকেলে উপজেলার শুভপুর ইউপির জয়চাঁদপুর গুচ্ছ গ্রামের ৩০ পরিবার ও মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া ১৫ টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পরে উপজেলার রাধানগর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শনে যান জেলা প্রশাসক। এসময় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘরের কাজ সঠিক পরিকল্পনা অনুযায়ী সমাপ্ত করার নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক। প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে কোন প্রকার অনিয়ম মেনে নেয়া হবেনা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণে প্রধানমন্ত্রীর এ উপহার শতভাগ সঠিকভাবে নির্মাণ করতে হবে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ প্রমুখ।
Please follow and like us: