নজরুল ইসলাম চৌধুরীঃ
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে ও ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় ছাগলনাইয়ায় দুইদিনব্যাপী শিশু মেলার উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২০ মার্চ) সকাল ১১ টায় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল রাব্বি মনির’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মেদ চৌধুরী। ফেনী আবৃত্তি একাডেমী’র সভাপতি সৈয়দ আশ্রাফুল হক আরমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, ছাগলনাইয়া উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী রাজ্জাক হোসেন সুমন, মানবাধিকার কর্মী সাখাওয়াত হোসেন পাটোয়ারী প্রমুখ। এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, গণপাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় ছাগলনাইয়া গণপাঠাগার, জেলা তথ্য অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল বসে।