নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি ঃ
“সবাই মিলে লড়ব- দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ কমিটি ছাগলনাইয়া উপজেলা শাখার আয়েজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (১ এপ্রিল) সকালে ছাগলনাইয়া গণপাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী রাজ্জাক হোসেন সুমন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ছাগলনাইয়া শাখার সদস্য কামাল হোসেন ভুইয়ার উপস্থাপনায় আলোচলা সভায় বক্তব্য রাখেন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়াআলো ডটকম প্রতিনিধি নজরুল ইসলাম চৌধুরী, কাওসার জাহান ট্রাস্ট স্কুলের অধ্যক্ষ কাওসার জাহান শিমু, খন্দকার মোশারফ হোসেন এলএলবি। অন্যান্যদেও মাঝে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং মাইন্ডের সদস্য জয়নাল আবদীন বাপ্পী, মোঃ মনছুর আলম তামিম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে আগে নিজেকে দুর্নীতি মুক্ত রাখতে হবে। সবাই সবার অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করলে বাংলাদেশ অচিরেই দুর্নীতি মুক্ত হবে।