
নজরুল ইসলাম চৌধুরীঃ- ছাগলনাইয়া পৌর শহরের স্টার লাইন বাস কাউন্টারে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নাজমুস সাকিব রিজন (৩৩) নামক এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার খবর পাওয়াগেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৩ টায়। সুত্রজানায়, শনিবার বিকেল ৩ টার স্টার লাইন বাসে করে রিজন তার কর্মস্থল ঢাকা যাওয়ার জন্য বাসে উঠে সাথে তার বাড়ীর এক ভাতিজিকে নিয়ে যাচ্ছিলো চিকিৎসা করানোর জন্যে। হঠাৎ ১০/১২ জন অজ্ঞাত ব্যক্তি বাসে উঠে রিজনকে লাঠি দিয়ে অতর্কিত ভাবে আঘাত করতে থাকে। রিজন জানান, আমি বার বার তাদের বলেছি আপনারা আমাকে কেনো মারছেন, আমার কি অপরাধ? সন্ত্রাসী বাহিনী কোনো উত্তর নাদিয়ে তার উপর আঘাত করতে থাকে বলে জানান রিজন। রক্তাক্ত অবস্থায় স্থানিয় লোকজন রিজনকে সরকারি হাসপাতালে নিয়ে যায় এবং তার মাথায় ৫টি সেলাই করা হয়। রিজন ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া এলাকার বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের রৌশন আলী মুন্সি বাড়ীর মাস্টার আবদুল কুদ্দুছের ছোট ছেলে। কারা এ হামলা করেছে তা জিজ্ঞেস করলে রিজন বলেন, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে, মামলায় উল্লেখ থাকবে করা জড়িত। তবে রিজন জানায় দু’এক জন স্থানীয় লোক ছিলো অন্যদের পরিচয় আমি জানিনা। এ বিষয়ে থানায় মামলা হয়েছে কিনা তা জানতে চাইলে ছাগলনাইয়া থানার ওসি এমএম মোর্শেদ পিপিএম বলেন, রবিবার সকাল পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি।