ছাগলনাইয়ায় ন্যার্য মূল্যে টিসিবির পন্য চিনি দুই কেজি (১১০ টাকা), ছোলা বুট তিন কেজি (১৬৫ টাকা), সয়াবিন তৈল দুই লিটার (২০০ টাকা), মুশরের ডাল এক কেজি (৫৫ টাকা) ও এক কেজি খেজুর (৮০ টাকা) সর্বসাধারণের নিকট বিক্রয় করা হয়। বুধবার (২১ এপ্রিল) সকাল থেকে ছাগলনাইয়া সোনালী ট্রেডার্স নামক ডিলারের মাধ্যমে প্রতি প্যাকেজে নয় কেজি করে অন্তত পাঁচশ প্যাকেজ বিক্রয় করা হয়। ডিলার পেয়ার আহাম্মদ জানান, টিসিবি পণ্য সামগ্রী বিক্রয় অব্যাহত থাকবে।