
ছাগলনাইয়ায় মাধ্যমিক পর্যায়ের পাঠ্য পুস্তক বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষকদের হাতে ২০২১ সালের নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম কিবরিয়া, সহকারী প্রোগ্রামার সঞ্চিতা রায় চৌধুরী। মধ্যমিক শিক্ষা অফিসার আল মমিন জানান, আমাদের নিকট মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার সীমিত সংখ্যক নতুন বই এসেছে। আশাকরি দ্রুত সময়ের মাঝে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নতুন বই পৌছাতে পারবো।