মোহাম্মদ রিয়াদ হোসেন – ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের সত্যনগর গ্রামে পিতার হাতে এক কিশোরী মেয়ে (১৭) ধর্ষিত হয়েছে। ২৯মে রবিবার বেলা সাড়ে ৩টার দিকে লম্পট পিতা মোঃ রফিক (৪০) তার কিশোরী মেয়ের শোবার কক্ষে ঢুকে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিত মেয়েটি দ্রুত পালিয়ে সিএনজি যোগে থানায় গিয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বললে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লম্পট পিতা মোঃ রফিককে ধরে থানায় নিয়ে আসে। ছাগলনাইয়া থানার অফিসার ইনসার্চ (ওসি) রাশেদ খান চৌধুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দ্রুত ধর্ষককে ধরতে সক্ষম হই। বর্তমানে ধর্ষিত মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ৩০মে সোমবার ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করা হবে। এঘটনায় লম্পট পিতাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে ধর্ষিতা মেয়ে। এ ব্যাপারে ধর্ষিতার মা আছমা আক্তার জানান, তার স্বামী বিয়ের ঘটকের কাজ করে। পূর্বেও এরকম ঘটনা দু’একবার হয়েছিল। রবিবার সকালে বিশেষ কাজে আমি বাপের বাড়িতে যাই। এ সুযোগেই তার স্বামী এঘটনা ঘটিয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।