( ছবিতে ভিকটিম বিবি ফাতেমা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন)
ছাগলনাইয়ায় পারিবারিক ও জায়গা সংক্রান্ত বিরোধের জেরে বিবি ফাতেমা (৪৫) নামক নারীকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে জখম করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছে ভিকটিম নারী। সে উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের নুরের নবীর স্ত্রী। এ ঘটনায় একই এলাকার আসলাম কালু (৬০), মোঃ একরাম (৪৫), মোঃ রানা (২৬), মোঃ রাহি (২১), মোঃ কামরুল (৩২) ও মোঃ মামুনকে (২৪) আসামি করে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে ছাগলনাইয়া থানায় এজাহার দাখিল করেছে বিবি ফাতেমা। লিখিত অভিযোগে ফাতেমা উল্লেখ করেন, বিবাদীদের সাথে আমাদের পুর্ব থেকে পারিবারিক ও জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিবাদীগণ পরিকল্পিত ভাবে আমার বসত ঘরে প্রবেশ করে আমি আমার ঝা ও ছেলের উপর লাঠিসোটা দ্বারা আক্রমণ করে। এক পর্যায়ে পরনের কাপড় টানাটানি করে শ্লীলতাহানি করে এবং বসত বাড়ী থেকে উচ্ছেদের হুমকি ও হত্যার হুমকি প্রদান করে। এসময় ফাতেমার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও ছেলের ব্যবহৃত একটি সিম্পনী টার্চ মোবাইল বিবাদীরা চিনিয়ে নিয়েছে বলেও অভিযোগে উল্লেখ্য করা হয়।
Please follow and like us: