নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার রাত সোয়া ২ টার সময় ছাগলনাইয়ায় পুলিশের সাথে গুলি বিনিময়কালে শোহরাব হোসেন (৩২) নামক এক ডাকাত নিহত হয়েছে বলে জানাগেছে। ছাগলনাইয়া থানা সুত্রে জানাগেছে, উপজেলার পাঠাননগর ইউপির পশ্চিম পাঠানগড় হাজী বাড়ীর আমিন উল্যাহর ছেলে ডাকাত দলের সদস্য শোহরাব হোসেনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় ১ টি অস্ত্র মামলা ও ৭ টি ডাকাতি মামলা থাকায় বৃহস্পতিবার দুপুরে পুলিশ শোহরাবকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রাতে শোহরাবের জবানবন্দির প্রেক্ষিতে ছাগলনাইয়া থানার পুলিশবাহিনী শোহরাবকে সাথে নিয়ে উপজেলার শুভপুর ব্রীজের পাশে লেকের পাশে নিয়েগেলে উৎপেতে থাকা শোহরাবের সাথের ডাকাতদল পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে পুলিশও গুলি চালায় এতে শোহরাব গুলিবিদ্ধ হয়। পরে শোহরাবকে আহত অবস্থায় হাসপাতালে নিয়েগেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। অভিযানের সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি শাটারগান, ৪ রাউন্ড গুলি, ১ টি রামদা ও ৪টি ধামা উদ্ধার করে। এসময় ডাকাত দলের আঘাতে ছাগলনাইয়া থানার ৩ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে বলে জানান, ছাগলনাইয়া থানার ওসি এমএম মোর্শেদ পিপিএম। শুক্রবার বিকেল ৪ টার সময় ময়না তদন্ত শেষে নিহত শোহরাবের কাফন দাফন সম্পন্ন হয়।
Please follow and like us: