![](https://www.naya-alo.com/wp-content/uploads/2019/11/IMG_20191116_002632_173.jpg)
আগামীকাল রবিবার (১৭ নভেম্বর) থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে প্রাইমারি শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯। ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মোট ৯টি কেন্দ্রে প্রাইমারী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৮২২ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ১২২৮ জন সহ মোট ৪০৫০ জন পরীক্ষার্থী প্রাইমারি শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে। ৯ টি কেন্দ্রের প্রতিটিতে প্রাইমারি শিক্ষা সমাপনী ও ইবাতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাঁশপাড়া আইডিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাইমারীর ২৬২ জন ও ইবতেদায়ীর ১২৪ জন, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাইমারির ৫৭২ জন ও ইবতেদায়ীর ১৫৫ জন, চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রাইমারির ৪২০ জন ও ইবতেদায়ীর ৮১ জন, হরিপুর আলহাজ্ব, শাহ মহবুবুল আলম ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে প্রাইমারির ২৩৩ জন ও ইবতেদায়ীর ১৭৭ জন, ঘোষাল হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাইমারির ২০১ জন ও ইবতেদায়ীর ১২৯ জন, রাধানগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাইমারির ১৯৫ জন ও ইবতেদায়ীর ৬৩ জন, নিজ পানুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাইমারির ১৭৫ জন ও ইবতেদায়ীর ১২৮ জন, দারোগারহাট আবুল কাশেম সিনিয়র ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে প্রাইমারির ৪১৩ জন ও ইবতেদায়ীর ২০৪ জন এবং মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাইমারির ৩৫১ জন ও ইবতেদায়ীর ১৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন ছাগলনাইয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন।