ছাগলনাইয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটির নেতৃবৃন্দের সাথে নবগঠিত ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় স্থানীয় বধুয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত পরিচিতি সভায় ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলমগীর বিএ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক হারুন রশীদ ভিপি হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ন-আহবায়ক অধ্যাপক আবদুল খালেক, যুগ্ন-আহবায়ক এয়াকুব নবী, যুগ্ন-আহবায়ক আলাউদ্দিন গঠন, যুগ্ন-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী। এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পার্থ পাল চৌধুরী, বেলায়েত হোসেন বাচ্চু, কফিল উদ্দিন মামুন, নুরুল আমিন বাদশা, রিয়াজুল হক তুহিন, ফেনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ভুইয়া, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন সরকার, ছাগলনাইয়া পৌর বিএনপির সভাপতি ইউছুফ মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল লতিফ প্রমুখ। এসময় ছাগলনাইয়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে বিএনপির শত্রæ বিএনপি। আমাদের মাঝে কিছু নেতা আছেন যারা দিনে বিএনপি রাতে আওয়ামীলীগ। ৭৫ বছর বয়সী বেগম খালেদা জিয়া যেখানে বাংলাদেশের সর্বস্তরের জনগনের গনতন্ত্র প্রতিষ্ঠা করতে আজ আওয়ামীলীগের ষড়যন্ত্রে কারারবণ করছেন সেখানে আমাদের বিএনপির কিছু নেতাকর্মী আওয়ামীলীগের সাথে আতাত করছে। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক। বক্তারা আরো বলেন, প্রথমে আমরা ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে। তারপর আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে নামবো। আমরা ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনা বহু আগে দেশ চেড়ে চলে যেতেন।