১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ছাগলনাইয়ায় বই উৎসব || ফলাফল বিপর্যয়ে শিক্ষক ও অভিভাবকদের দায়ী করেছেন সোহেল চৌধুরী 




ছাগলনাইয়ায় বই উৎসব || ফলাফল বিপর্যয়ে শিক্ষক ও অভিভাবকদের দায়ী করেছেন সোহেল চৌধুরী 

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০১৮, ১৭:৫২ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া উপজেলার পাঠ্য পুস্তক বই উৎসবের উদ্বোধনি অনুষ্ঠান ছাগলনাইয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ১লা জানুয়ারী সোমবার সকালে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বই উৎসবের উদ্বোধনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। প্রধান অতিথির বক্তব্য সোহেল চৌধুরী বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষার অগ্রযাত্রায় ভূয়সী ভুমিকা পালন করছে। তিনি বলেন, বর্তমানে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় খারাপ ফলাফল করছে তার জন্য তারা দায়ী নয়, এর জন্য দায়ী শিক্ষক ও অভিভাবকবৃন্দ। শিক্ষক ও অভিভাবকবৃন্দ সচেতন হলে তারা ভালো ফলাফল করবে। শিক্ষকদের উদ্দেশ্য সোহেল চৌধুরী বলেন, সকল শিক্ষার্থীকে আপনার নিজ সন্তান তুল্য আদর ও যত্নসহকারে পাঠদান করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মোঃ আলী জিন্নাহ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহি উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার আবদুল গনি, মোঃ শাহ আলম, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ছাগলনাইয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন। সহকারী শিক্ষক জাকির হোসেন’র উপস্থাপনায় বই উৎসব অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুল- মাদ্রাসা থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET