
একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে ফেনী পাইলট হাইস্কুলে পাক হানাদারদের হিংস্র নির্যাতনের শিকার হওয়া ছাগলনাইয়ার বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা রহিমা বিবিকে সংবর্ধিত করেছে চট্টগ্রাম কোস্টাল ক্যারিয়ারস লিঃ এর চেয়ারম্যান ও ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহমেদ মাহী রাসেল।

বুধবার (১১ জানুয়ারি) ছাগলনাইয়ার মহামায়া ইউপির বক্তারহাট ক্রীড়া সোসাইটির উদ্যোগে ও মানবিক ব্যক্তিত্ব আহমেদ মাহী রাসেলের সার্বিক সহযোগিতায় সংবর্ধিত হয় রহিমা বিবি। এ সময় রহিমা বিবিকে সম্মাননা ক্রেস্ট, নগদ এক লাখ টাকা ও ব্যবহারের জন্য দুই শাড়ী উপহার প্রদান করেন আহমেদ মাহী রাসেল। অনুষ্ঠানে ২২০ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। পশ্চিম দেবপুর (বক্তারহাট) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ। বক্তারহাট ক্রীড়া সোসাইটির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মোঃ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মোঃ মাহমুদুল হাসান মামুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিনু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু তাহের, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মজুমদার, মহামায়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল হুদা মজুমদার, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম মাস্টার, ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র কাজী নুরুল আলম।