রবিবার (১২ এপ্রিল) ছাগলনাইয়ায় মোঃ ইলিয়াছ হোসেন নামক এক ব্যবসায়ীর বাসায় দিনদুপুরে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। ঘটনাটি ঘটেছে ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের শহীদ আবদুর রাজ্জাক সড়কস্থ মজুমদার ম্যানশনের ২য় তলায়। ব্যবসায়ী মোঃ ইলিয়াছ জানান, সকাল ১০ টার সময় আমি আমার পরিবারসহ বাসার দরজায় তালা লাগিয়ে এক আত্মীয়ের বাসায় যাই। বিকেল ৫ টার সময় বাসায় এসে দেখে দরজায় তালা নেই। ভেতর প্রবেশ করে দেখি আলমিরার দরজা খোলা এবং আলমিরায় থাকায় ৯ ভরি ওজনের স্বর্ণ ও নগদ ২ লাখ ২০ হাজার টাকা নেই। রাত সাড়ে ৮ টার সময় খবর পেয়ে ছাগলনাইয়া থানার পলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানায় মোঃ ইলিয়াছ। ব্যবসায়ী ইলিয়াছ কলেজ রোড়স্থ আইরিন মেটালের সত্ত্বাধিকারী।