নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিবেশ বিষয়ক সম্পাদক, ছাগলনাইয়া কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক ও জমদ্দার বাজারস্থ লাইফ কেয়ার ফার্মেসীর সত্ত্বাধিকারী জিয়া উদ্দিন আফছারে মৃত্যুতে রবিবার (১০ নভেম্বর) বিকেল ৩ টায় স্থানীয় ফুড জোন রেস্টুরেন্টে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাগলনাইয়া ব্যবসায়ী কল্যাণ সমিতি ও কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির আয়োজনে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আজিজুল হক ইকবাল’র সভাপতিত্বে সহ-সভাপতি মানারাত হাসপাতাল’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ জয়নাল আবদীন’র সঞ্চালনায় জিয়াচউদ্দিন আফছারের স্মরণে স্মৃতি চারণ করেন, ছাগলনাইয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি আবদুল মোমিন চৌধুরী, সহ-সভাপতি এনামুল হক শাহীন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল হাসান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নুর হোসেন মজুমদার, হাসান টিম্বার’স এন্ড ফার্ণিচার্স’র সত্ত্বাধিকারী ইকবাল হাসান মজুমদার, ছাগলনাইয়া কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি বাদল শর্মা, আম্মাজান মেডিকাল হলের সত্ত্বাধিকারী আবদুল্লাহ রিপন, ডে-নাইট ফার্মেসীর সত্ত্বাধিকারী জামাল উদ্দিন, টাউন ফার্মেসীর সত্ত্বাধিকারী সহিদ উল্যাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ব্যবসায়ী মাওঃ আবদুল কাদের মিয়াজী। উক্ত দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন ছাগলনাইয়া ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হোসাঈন আহম্মদ ভুইয়া। এসময় সাংবাদিকবৃন্দ ও ব্যবসায়ী কল্যাণ সমিতি ও কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জিয়া উদ্দিন আফছার হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২১ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার সম্মেলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যু বরণ করেন। তিনি ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া আবদুস সোবহান মাস্টার বাড়ীর মরহুম একেএম সামছুল হকের তৃতীয় পুত্র।