
ছাগলনাইয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে চার পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েগেছে। মুহূর্তে নিস্ব হয়ে পড়েছে চারটি পরিবার। এ অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও প্রয়োজনীয় নথিপত্র সহ অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত চার পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার রাধানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পশ্চিম মধুগ্রাম সোনাগাজী বাড়ীতে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ৮ টার সময় আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান চারপাশে চড়িয়ে পড়ে। স্থানীয়রা ছাগলনাইয়া ফায়ারসার্ভিস স্টেশনে আগুন লাগার বিষয়টি জানালে স্টেশন অফিসার রাকিবুল হাসানের নেতৃত্বে একটি ইউনিয়ন ঘটনাস্থলে আসে। দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলে জানান স্টেশন অফিসার রাকিবুল হাসান। অন্যদিকে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নির্বাপনে সহযোগিতা করতে ঘটনাস্থলে ছুটে আসে ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যবৃন্দ। দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় চার পরিবারের বসতঘরসহ সকল আসবাবপত্র। ক্ষতিগ্রস্ত চার পরিবার হলো- অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ দারোগা, শাহাদাত হোসেন সজিব, মোঃ মোস্তফা ও প্রবাসী আনোয়ার হোসেন। ক্ষতিগ্রস্তরা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।