
নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া জমদ্দার বাজারে গরু ও মহিষেরর মাংস দোকানীরা মৃত গরুর মাংস বিক্রি করছে বলে ক্রেতাদের অভিযোগ। এছাড়াও আগের দিনের পচা, বাসি মাংস বিক্রির অভিযোগও উঠেছে ছাগলনাইয়া বাজারের গরু ও মহিষের মাংস বিক্রেতাদের বিরুদ্ধে। রমহানের পুর্বে প্রতি কেজি মাংসের মুল্য ৪৫০ টা ছিলো কিন্তু রমজান উপলক্ষে প্রতি কেজি মাংসের মুল্য ৪৮০ টাকা করা। ক্রেতাদের অভিযোগ, মুল্য বৃদ্ধি করেও তারা থেমে নেই ওজনে কম দিচ্ছে। প্রতি কেজী মাংসে ৮শ গ্রাম মাংস এবং ২শ গ্রাম হাড় ও চর্বি দেওয়ার কথা কিন্তু দোকানিরা প্রতি কেজীতে মাংস দিচ্ছে ৬শ কিংবা ৭শ গ্রাম। পশ্চিম ছাগলনাইয়া গ্রামের দুবাই প্রবাসী আসাদুর রহমান আসাদ অভিযোগ করেন, শুক্রবার ছাগলনাইয়া বাজারের মাংস দোকান থেকে দু’কেজী মাংস ক্রয় করি, বাড়িতে গিয়ে দেখি বাসি ও খাবারের অযোগ্য মাংস দিয়েছে। আসাদ বলেন, পরদিন ঐ মাংস দোকানিকে মাংস গুলো দেখালে সে ক্ষমা চায় এবং টাকা ফেরত দেয়। এ বিষয়ে বাজারের মাংস দোকানি মোঃ ইদ্রিছ বলেন, গরুর ক্রয় মুল্য বেশী, তাছাড়া ক্রেতা যতটুকু মাংস পাওয়ার কথা আমরা তার কম দিইনা। এসব মাংস বিক্রেতাদের অনিয়মের বিরুদ্ধে সরকারের যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে জনসাধারণের বিশ্বাস। এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদা ফাতেমা চৌধুরী বলেন, ঘটনা সত্যি হলে এ সব মাংস বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।