নজরুল ইসলাম চৌধুরীঃ
বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক যুক্তরাজ্য ও ভারতে ১০ দিনের সফর শেষে দেশে ফিরলে রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ফেনী জেলা পরিষদের সদস্য ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুককে সংবর্ধনা প্রদান করা হয়। ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারের জিরো পয়েন্টে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।