
নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
রক্তদানে মানব সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার এক যুবলীগ নেতা। উপজেলার ৮ নং রাধানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী হোসেন মনির জীবনে ৪২তম রক্তদান করেছেন গতকাল মঙ্গলবার। বয়স তার ৪১ বছর। নিজ পানুয়া লালমিয়া সওদাগার বাড়ীর সন্তান মনির। ১৯৯৭ সালের ৩১ জুলাই তিনি জীবনে প্রথম রক্তদান শুরু করে প্রতি ৪ মাস পরপর যার যখন যেখানে A+ রক্তের প্রয়োজন হয় সেখানেই এ রক্তের ফেরিওয়ালা ছুটে চলেন নিজ খরচে। রক্তদানে মানব সেবা করায় তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেলার শ্রেষ্ঠ রক্তদাতা হিসেবে সম্মাননাও পেয়েছেন। ২৪ এপ্রিল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে একজন কিডনি ডায়লেসিস রোগীকে রক্তদান করে ৪২ তম রক্তাদান সম্পন্ন করলেন মনির। আমৃত্যু এভাবে প্রতি চার মাস পরপর মানুষকে রক্তদানের মধ্যদিয়ে মানব সেবা করে যেতে চান বলে জানান আলী হোসেন মনির। পেশাগত জীবনে মনির একজন ব্যবসায়ী।