নজরুল ইসলাম চৌধুরী ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি ঃ
শনিবার সকালে ছাগলনাইয়ার ৬নং পাঠাননগর ইউনিয়নে রতন নগর ভূমি অফিসের ভিত্তি প্রস্থর স্থাপন করেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়। অনুষ্ঠানেপাঠান নগর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী (জুয়েল) এর সভাপতিত্বে ও ভিআরডিবি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব এর সঞ্চালনায় এক ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুলদ্বীপ চাকমা, জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) শাহ আলম পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী (সোহেল), ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কাজী মোঃ মোহসিন উজ্জ্বল, উপজেলা প্রকৌশলী মজিবুর রহমান, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, এতে আরো উপস্থিত ছিলেন পাঠাননগর ইউনিয়ান ভূমি অফিসের প্রধান শফিকুল ইসলাম (মামুন), ইউপি সদস্য মোঃ মুছা, আমান উল্যাহ, সংরক্ষিত মহিলা সদস্য শাহনা আক্তার সহ এলাকার মান্য-গন্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে ডি.সি মনোজ কুমার রায় বলেন বর্তমান সরকার জনগনের সরকার, জনগনের দূবোর্গ কমানোর জন্য এবং আপনাদের জায়গা জমিন সংক্রান্ত সকল কাগজ পত্র তথাদি জেন নষ্ট না হয় সেটাকে লক্ষ্য রেখে প্রতিটি ইউনিয়নে ভূমি অফিসগুলো পূর্ন নির্মাণের দায়িত্ব হাতে নিয়েছেন। ভূমি অফিস জনগনের এটা রক্ষানা-বেক্ষনের দায়িত্ব আপনাদের। ঠিকাদারের প্রতি আহবান জানান এই কাজ জনগনের এখানে ১০০% কাজ করতে হবে। কোন রকম ৯/৬ এই কাজে চলবে না। মনে রাখবে জনগনেই সকল ক্ষমতার উৎস।