
নজরুল ইসলাম চৌধুরীঃ ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের উত্তর আঁধার মানিক গ্রাম থেকে শুক্রবার (১৯মে) রাত ১০ টার সময় দুই যুবককে রহস্য জনক ঘটনায় ছাগলনাইয়া থানা পুলিশ গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, শুক্রবার রাত ৯ টায় ছাগলনাইয়া বাজারের ব্যবসায়ী ইব্রাহীম টিম্বারের মালিক উত্তর আঁধারমানিক গ্রামের ইব্রাহীমের ঘরে ৫ জন যুবক প্রবেশ করে আলমিরা ভেঙ্গে ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ইব্রাহীমের ভাই বেলাল হোসেন দুই যুবকে আটক করে। চোর আসার আওয়াজ শুনে এলাকাবাসী আসে এবং আটক হওয়া দুই যুবককেব মারধর করে পুলিশের হতে তুলে দেয়। গ্রেফতার হওয়া দুই যুবক হলো- দঃ আঁধার মানিক গ্রামের মোঃ মিকাইলের ছেলে ইফতেখারুল ইসলাম রিপাত (১৮) ও পুর্ব ছাগলনাইয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন’র ছেলে মোঃ মহি উদ্দিন (১৮)। এ ঘটনায় বেলাল হোসেন বাদি হয়ে ছাগলনাইয়া থানায় ডাকাতির অভিযোগ দায়ের করেন। আটক কৃত দুই যবক ছাড়াও রবিন, আরিফ ও রাজু নামক এই তিনজন যুবকও ঘটনাাস্থলে ছিলো এবং অভিযোগে এ তিন যুবকের নামও উল্লেখ করা হয়। গ্রেফতারকৃত জিলানী, রিপাত ও ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন বলেন, এখানে ডাকাতির কোনো ঘটনা নয়। তারা বলেন, উপজেলার মোকামিয়া গ্রামের রবিন নামক এক যুবকের সাথে উত্তর আঁধারমানিক গ্রামের ইব্রাহীমের ৯ম শ্রেনীতে পড়ুয়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক। মুন্সি নুর হোসেন বলেন, এ ঘটনায় আটক দুই যুবক মুলত সিএনজি চালক। রবিন প্রেমের টানে প্রেমিকার সাথে দেখা করতে যায় এবং সাথে কয়েকজন বন্ধুকে সিএনজি করে নিয়ে যায়। রবিন ও তার বন্ধুরা ইব্রাহীমের ঘরে প্রবেশ করার বিষয়টি লোকজন টের পেলে রবিন,আরিফ ও রাজু পালিয়ে যায়। সিএনজি চালক ও তার সাথের একজনকে বাড়ীর লোকজন ধরে এবং পুলিশ হেফাজতে পাঠায়। এ বিষয়ে থানায় অভিযোগ কারী বেলাল হোসেন বলেন, রবিনের সাথে আমার ভাতিজী’র প্রেমের সম্পর্কের বিষয়ে আমি জানিনা। তিনি বলেন, আমি থানায় ডাকাতির অভিযোগ করেছি। দুই যুবকের আটকের বিষয়টি নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) আবুল খায়ের শেখ।