নজরুল ইসলাম চৌধুরীঃ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ’র চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ হোসেন পাটোয়ারী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুঁঞা, ছাগলনাইয়া পৌর মেয়র এম মোস্তফা, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আফতাবুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম চৌধুরী, মৎস কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহীম আসাদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আলমগীর মিয়া, পরিসংখ্যান কর্মকর্তা আবু বকর সিদ্দিক, বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, মুক্তিযোদ্ধা মেজর (অব.) মহিউদ্দিন, মফিজুল করীম, ইউছুফ চৌধুরী, আবদুল হাই, আবু আহম্মদ মজুমদার, মোশারফ হোসেন। এসময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে বলেন, কিছু ভুয়া মুক্তিযোদ্ধাদের কারনে প্রকৃত মুক্তিযোদ্ধারা বিভিন্ন ক্ষেত্রে অপমানের পাত্র হচ্ছে। এসব মুক্তিযোদ্ধাদের দ্রুত চিহ্নিত করার জন্য প্রকৃত মুক্তিযোদ্ধাদের সহযোগিতা কামনা করেন। এছাড়াও ছাগলনাইয়ার মুক্তিযোদ্ধারা একত্রে বসার মত কোনো স্থান পাচ্ছেনা তাই উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের নিকট মুক্তিযোদ্ধারা বসার একটি স্থান করে দেয়ার দাবী জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও সভাপতি শাহিদা ফাতেমা চৌধুরী মুক্তিযোদ্ধাদের দাবী দ্রুত বাস্তবসয়নের প্রতিশ্রুতি প্রদান করেন এবং তারা বলেন, আপনারা যারা স্বাধীনতা যুদ্ধে নিজেদের প্রাণের মায়া না করে আমাদেরকে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন তাদের নিকট আমরা চীরকাল কৃতজ্ঞ থাকব। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।











