নজরুল ইসলাম চৌধুরীঃ- শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতাসহ শিক্ষক কর্মচারীদের ১১ দফা দাবী বাস্তবায়নের দাবীতে সোমবার (৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি ছাগলনাইয়া শাখার উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি ছাগলনাইয়া শাখার সভাপতি ছাগলনাইয়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলী আকবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিনের উপস্থাপনায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রেরণ শেষে আলোচনাসভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী জেলা শাখার সভাপতি বাঁশপাড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ছাগলনাইয়া শাখার সহ-সভাপতি দক্ষিণ বল্লভপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী, কোষাধ্যক্ষ জয়পুর সরজনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ছাগলনাইয়া একাডেমী স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেনসহ উপজেলার মোট ৩০ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভায় ফেনী জেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৮ সালের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার ঘোষণা প্রদান করেছিলেন কিন্তু ১৯৭৫ সালে এ মহান ব্যক্তিকে হত্যা করায় ঘোষণাটি বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, আমরা আশাকরি বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আমাদের দাবী মেনে নিয়ে জাতীর পিতার সেই ঘোষণার বাস্তবায়ন করবেন।
Please follow and like us: