৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ছাগলনাইয়ায় সংবর্ধিত হলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাজমা আকতার




ছাগলনাইয়ায় সংবর্ধিত হলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাজমা আকতার

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০১৯, ১২:০৩ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

 

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যানে হুসেইন মুহাম্মম এরশাদ’র উপদেষ্টা ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি নাজমা আখতার এমপিকে সংবর্ধনা প্রদান করেছে ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টি। শনিবার (৬ এপ্রিল) বিকেল ৪ টায় ছাগলনাইয়া উপজেলা হলরুমে ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবির ভুইয়ার সঞ্চালনায় সংবর্ধনা প্রদান ও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজমা আকতার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলবাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এমএম ইকবাল আলমগীর, ফেনী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার নজরুল ইসলাম, জাতীয় যুব সংহতি ফেনী জেলা শাখার সভাপতি রেজাউল গণি পলাশ, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী।

প্রধান অতিথির বক্তব্যের নাজমা আক্তার বলেন, আমি আল্লাহর রহমতে মহান জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নির্বাচিত হয়েছি। আমার দল জাতীয় পার্টি হলেও আমি ফেনীর উন্নয়নে সকল দলের নেতাকর্মীদের সাথে মিলেমিশে কাজ করব। তিনি বলেন, আমি কাজ করতে চাই ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপি ও ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের সাথে মিলেমিশে এক হয়ে জনগণের জন্য কাজ করব। বিশেষ করে সোহেল চৌধুরী আমার ছোট ভাই। সোহেলকে পাশে নিয়ে আমার জন্মস্থান ছাগলনাইয়ার উন্নয়নে কাজ করব। ফেনীর উন্নয়নে জাতীয় সংসদে ফেনীর সমস্যার দিকগুলো তিনি উপস্থাপন করবেন বলেও আশ্বাস দেন। এসময় তিনি উপস্থিত জাতীয় পার্টির নেতাকর্মীদের বলেন, আমরা এ এলাকাশ দীর্ঘ ২৭ বছর পর জাতীয় পার্টির এমপি পেয়েছি। এবার ছাগলনাইয়াসহ সমগ্র ফেনীর জাতীয় পার্টিকে সুসংগঠিত করে হুসেইন মুহাম্মদ এরশাদের হাতকে আরো শক্তিশালী করব।

বিশেষ অতিথির বক্তব্যে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, নাজমা আক্তার জাতীয় পার্টি থেকে সংরক্ষিত মহিলা আসনে মহান জাতীয় সংসদের এমপি হলেও তিনি আমার বড় বোন। নাজমা আক্তার এমপি নির্বাচিত হওয়ায় আমরা ছাগলনাইয়াবাসী আনন্দিত, আমরা গর্বিত। তিনি বলেন, সাংসদ নাজমা আক্তার এ এলাকার সাংসদ নির্বাচিত হওয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হলো। এসময় সোহেল চৌধুরী বলেন, নাজমা আক্তার নিজ যোগ্যতা ও দক্ষতায় এমপি হয়েছেন। আমি তার মাঝে জননেত্রী শেখ হাসিনাকে দেখতে পাই।

এসময় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় পার্টি ছাগলনাইয়া শাখার সভাপতি মজিবুর রহমান বাবুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, ছাগলনাইয়া বিআরডির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি কাজী ওমর ফারুক ভুইয়া, ছাগলনাইয়া পৌর জাতীয় পার্টির সভাপতি সাখাওয়াত হোসেন পাটোয়ারী, জাতীয় যুব সংহতি ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি মুক্তার হোসেন মজুমদার। সংবর্ধনায় অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির পুর্বের কমিটি বাতিল ঘোষণা করা হয় এবং ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমান বাবুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক আলমগীর কবির ভুইয়াকে পুণরায় সাধারণ সম্পাদক ঘোষণা করে মোট ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির প্রস্তাব করা হয়। এসময় ফেনীর বিভিন্ন উপজেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET