(ছবিতে আহত যুবলীগ কর্মী নুর নবী)
ছাগলনাইয়ায় সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী নুর নবী (৩৮) গুরুতর আহত হয়েছে বলে জানায় ভিকটিম। আহত নুর নবী শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর গ্রামের আবু তাহেরে ছেলে।
ঘটনাটি ঘটেছে ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের সোনাপুর এলাকায়। আহত নুর নবী জানায়, শনিবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সন্ত্রাসীরা তার উপর হামলায় করে। এ সময় যুবলীগ কর্মী নুর নবীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
জানাগেছে, পূর্ব বিরোধের জের ধরে রাতে যুবলীগ কর্মী নুর নবী মোটরসাইকেলযোগে তার বাড়ি যাওয়ার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা বিবাদী জগন্নাথ সোনাপুর গ্রামের আনু মিয়ার ছেলে মহি উদ্দিনের(৩২) নেতৃত্বে ৬-৭ জন নুর নবীর ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোড়া নিয়ে হামলা করে। এতে নুর নবীর মাথা, কপালে, নাকেসহ শরীরের বিভিন্ন অঙ্গ রক্তাক্ত জখম হয়। হামলাকারীরা তার মোবাইল সেট ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। শোরচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। এ ঘটনায় নুর নবী বাদী হয়ে মহি উদ্দিন,আবদুল মন্নানের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬-৭জনকে আসামী করে ছাগলনাইয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতী চলছে বলে জানাগেছে।
Please follow and like us: