
ছাগলনাইয়ায় স্বাস্থ্যবিধি মেনে না চলায় তেরো ব্যক্তির নিকট থেকে ৩ হাজার ৪’শ টাকা অর্থদন্ড আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম। এসিল্যান্ড হোমায়রা ইসলাম জানান, ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জারীকৃত সরকারী নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করে জনবহুল স্থানে অবস্থান করায় এবং গনপরিবহনে যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় তেরো ব্যক্তির জরিমানা করা হয়।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Please follow and like us: