
নজরুল ইসলাম চৌধুরীঃ
বুধবার (২৪ মে) সকালে সূর্যের হাসি ক্লিনিকে ইউএসএআইডি-ডিএফআইডি-এনএইচএসডিপি ও ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের সহযোগীতায় এক বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাসরিন সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক স্বাস্থ্য চট্টগ্রাম বিভাগ ডাঃ আলা উদ্দিন মজুমদার, গেস্ট অব অনার পরিবার পরিকল্পনা ফেনী’র উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাগলনাইয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নেপাল চন্দ্র নাথ, আবদুস সালাম সরকার প্রমুখ। অনুষ্ঠানের উপস্থাপনা করেন সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার ফরিদ আহম্মদ ভুইয়া।
Please follow and like us: