নজরুল ইসলাম চৌধুরীঃ- আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৪ টার সময় ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় ৩ জন এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ২০ যাত্রীকে। ফেনীর ফায়ারসার্ভিস সিভিল ডিফেন্সের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাড় ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগগামী জোনাকি পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ ব্যক্তি নিহত হয় এবং আনুমানিক ১৫/২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রিপোর্টটি তৈরী করার আগ পর্যন্ত নিহত ও আহতের পরিচয় জানাযায়নি।
Please follow and like us: