
নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া হাদী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে ১৯ রমজান বৃহস্পতিবার (১৫ জুন) হাদী’র কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। হাদী সমবায় সমিতির সভাপতি ছাগলনাইয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন’র সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক নুরুচ্ছালাম শাকিলের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাদী’র সহ সভাপতি মোঃ মোতাহেরুল হক পাটোয়ারী, জিনারহাট ফাজিল মাদ্রাসার বাংলা বিষয়ের প্রভাষক মুজিবুল হক,ছাগলনাইয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ শাহ আলম, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সহ-সাধারন সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক আরিফ ভুইয়াসহ বিভিন্ন শ্রেনী পেশার লোক উপস্থিত ছিলেন। হাদী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিটি ২০১৩ সালে ছাগলনাইয়ায় আত্মপ্রকাশ করে। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল খালেক।