
ছাগলনাইয়ায় কঠোর লকডাউনের সপ্তম দিন বুধবার (৭ জুলাই) ছাগলনাইয়ায় নির্দিষ্ট সময়ের পরে দোকান বন্ধ না করা, মাস্ক পরিধান না করা এবং অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আসার অপরাধে ২২ ব্যক্তির জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিকেলে উপজেলার জঙ্গল মিয়া রাস্তার মাথা, দারোগার হাট বাজার, দারোগার হাট রাস্তার মাথা ও পশ্চিম ছাগলনাইয়া মোড় ও পৌর শহরের জমদ্দার বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম। এসময় একত্রিত ব্যক্তির ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
Please follow and like us: