নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পৌর এলাকার ৫ নং ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া গ্রামের সাত বাড়ী এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে চারটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়। ঘটনাস্থল পরিদর্শন করে জানাগেছে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিম ছাগলনাইয়া সাত বাড়ীর হাজী আবদুল কাদের’র একটি সেমি পাকা টিনের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। আবদুল কাদেরের ঐ ঘরে কিশোরগঞ্জ ও রায়পুরের চারটি পরিবার ভাড়া থাকে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের আল আমিন, মোঃ মাসুদ, মোঃ আউয়াল ও আলাউদ্দিন জানায়, চার পরিবারের নগত ১ লক্ষ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ, পরিবারের সকল প্রকার আসবাবপত্রসহ ৫ লাখ টাকার মালামাল আগুনে পুঁড়ে ছাই হয়েগেছে। খবর পেয়ে ছাগলনাইয়া ফায়ারসার্ভিস কর্মি বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নির্বাপণের চেষ্টা করেও আগুন থেকে বসত ঘরের কিছুই রক্ষা করে পারেন। এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর কর্তাদের কেউ শুটকি ব্যবসা করে আর কেউ পুরাতম লোহা, রড়সহ যাবতীয় স্ক্রাপের মালামালের ব্যবসা করে। আগুনে ব্যবসার জন্য ক্রয়কৃত সকল প্রকার শুটকি ও স্ক্রাপের মালামাল পুঁড়ে ছাই হয়েগেছে।