
নজরুল ইসলাম চৌধুরীঃ মঙ্গলবার (৯ জানুয়ারি) ছাগলনাইয়া ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হোসাইন আহম্মদ ভুইয়ার সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করেন, ঢাকা দারুন নাজাত ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস রেডিও টিভির ভাষ্যকার আল্লামা ওসমান গণি ছালেহী। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য প্রদান করেন, চট্টগ্রাম জামায়াতুল ফালাহ্ জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফাচ্ছেরে কুরআন আল্লামা নূর মোহাম্মদ ছিদ্দিকী। এতে অন্যান্য বক্তারা হলেন- ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবী বিষয়ের প্রভাষক মাওঃ নাছির আহম্মদ, সাতকুচিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রশিদ আহম্মদ প্রমুখ।