নজরুল ইসলাম চৌধুরীঃ
সোমবার (৮ এপ্রিল) সকালে ছাগলনাইয়া উপজেলা পরিষদ সভা কক্ষে ছাগলনাইয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় ফুল দিয়ে বরণ করা হয় ছাগলনাইয়া উপজেলার নবনিযুক্ত সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ হোসেন পাটোয়ারীকে। উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল চৌধুরী বলেন, আসন্ন মাহে রমজান মাসে ছাগলনাইয়া উপজেলাবাসী যাতে বিদ্যুতের ভোগান্তির কবলে না পড়ে সেজন্য সেহরি, ইফতারি ও তারাবীহরর নামাজের সময় যাতে লোডশেডিং না থাকে সেবিষয়ে ছাগলনাইয়া বিদ্যুৎ বিভাগকে সতর্ক থাকতে হবে। এছাড়া রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় ছাগলনাইয়ার কোনো হোটেল খোলা রাখা যাবেনা। এসময় তিনি বলেন, ছাগলনাইয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক রয়েছে। পুর্বের তুলনায় এ উপজেলায় মাদক অনেকাংশে কমেছে। তবে মাদক নিয়ন্ত্রণে বিজিবি সদস্যদের আরো আন্তরিক হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু প্রশাসন নয় বরং আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে সতর্ক থাকতে হবে এবং প্রশাসনকে সবাই সহযোগিতা করতে হবে। তিনি বলেন, ছাগলনাইয়া উপজেলাকে আধুনিক থেকে অত্যাধুনিক উপজেলা গড়ার লক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ হোসেন পাটোয়ারী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এমএম মুর্শেদ পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদার, সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন বাদশা চৌধুরী, ঘোপাল ইউপি চোয়ারম্যান আজিজুল হক মানিক, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, পল্লী বিদ্যুৎ ছাগলনাইয়া জোনাল অফিসের ডিজিএম আবু বকর শিবলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, পরিসংখ্যান কর্মকর্তা আবু বকর, সনাজ সেবা কর্মকর্তা মোঃ আলমগীর মিয়া, বন কর্মকর্তা আনোয়ার হোসেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী সহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
Please follow and like us: