গতকাল সোমবার (২১ জুন) বিকেলে ছাগলনাইয়া উপজেলা আ’লীগের একাত্তর সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে ফেনী জেলা আ’লীগ। জেলা শহরে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর ভোট কাচারি কার্যালয়ে জেলা আ’লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহমেদ, সাধারণ সম্পাদক সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও দপ্তর সম্পাদক সহিদ খোন্দকারের উপস্থিতিতে তিন বছর মেয়াদী (২০১৯-২২) একাত্তর সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির তালিকা নবনির্মিত কমিটির সভাপতি নিজাম উদ্দিন মজুমদার ও সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও নতুন এ কমিটিতে একুশ সদস্যের উপদেষ্টা কমিটির নামও চুড়ান্ত করা হয়। ছাগলনাইয়া উপজেলা আ’লীগের পুর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত হয় আলহাজ্ব নিজাম উদ্দিন মজুমদার ও সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এছাড়াও সহ সভাপতি পদে গিয়াস উদ্দিন বুলবুল, সাহাব উদ্দিন সাবু, এডঃ আনোয়ারুল ইসলাম ফারক, আবু নাসের মোহাম্মদ রেজা নান্টু পাটোয়ারী, একেএম মাহবুবুল হক, কামরুল হাসান, আবদুল হাই হেলাল, সিরাজ উল্লাহ মজুমদার মোল্লা, জাহাঙ্গীর আলম ভুঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, আবদুল মোমিন চৌধুরী, মোঃ ইউছুফ বাদল পাটোয়ারী। আইন বিষয়ক সম্পাদক এডঃ আশ্রাফুল হক খোন্দকার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবুল কালাম মেম্বার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম মাস্টার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রউপ, দপ্তর সম্পাদক আবদুল বাকি চৌধুরী শিমুল, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইলিয়াছ হোসেন সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা মীর কাসেম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক বাচ্চু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন মাস্টার, মহিলা বিষয়ক সম্পাদক রাহেলা আক্তার স্বপ্না, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ সেলিম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া রনি, শ্রম সম্পাদক নুরুল আফছার, সাংস্কৃতি সম্পাদক আহমেদ মাহি রাসেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হানিফ বাবুল, সাংগঠনিক সম্পাদক মাস্টার ফিরোজ উদ্দিন, মুন্সি তাজুল ইসলাম মামুন, নুরুল হক, উপ-দপ্তর সম্পাদক তাজুল ইসলাম সবুজ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কফিল উদ্দিন কফিল, কোষাধ্যক্ষ মোস্তফা ফরায়েজীসহ মোট একাত্তর সদস্যের নাম চুড়ান্ত করা হয়।