নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ রজনী সন্ধ্যা কর্মজীবী মহিলা সমবায় সমিতির অঙ্গ সংগঠনের সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান ছাগলনাইয়া কাওসার জাহান ট্রাস্ট স্কুলের সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৮ সম্পন্ন হয়েছে স্কুল আঙ্গিনায়। সোমবার (১২ মার্চ) সকালে কাওসার জাহান ট্রাস্ট স্কুলের সভাপতি কাজী জাহানারা ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক কাওসার জাহান শিমু, ছাগলনাইয়া প্রেসক্লাবের যুগ্ন- সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামশেদ আলম রানা।